Content King

THE 1 HOUR
CONTENT PEDIA”

BY Md. EKRAM

CONTENT PEDIA”

অনলাইন উদ্যোক্তা এবং ডিজিটাল  মার্কেটারদের জন্য আবশ্যক একটি বই, যেখানে দেয়া হয়েছে ৩০ টি কনটেন্ট আইডিয়া ও কনটেন্ট লিখার এক্সক্লুসিভ ট্রিক্স।

Md. EKRAM WORKED WITH

কনটেন্ট বানালেই শুধু কনটেন্ট হয় না। এমন কনটেন্ট তৈরি করতে হবে যেটা আপনার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করবে। ব্র্যান্ড ভ্যালু বাড়লেই স্থায়ী সেলস বাড়বে; কনফার্ম বাড়বে।

হ্যালো, স্মার্ট উদ্যোক্তা,

আমি মোঃ ইকরাম, ফাউন্ডার, কনটেন্ট কিং। গত ১৬ বছরে প্রায় ১০,০০০ মার্কেটার তৈরি করেছি এবং প্রায় ৩০,০০০ মানুষকে ফ্রিল্যান্সার হিসেবে লোকাল চাকুরিতে কিংবা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছি
দেশে এবং বিদেশে ৮০ টিরও বেশি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এবং স্ট্রাটিজিক প্লানিং করার সুযোগ আমার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে ক্রিয়েটিভ আইটি, বইবাজার ডট কম, বাংলাপ্রকাশ, এর সাথে কাজ করার সুযোগ হয়েছে।
কনসালটেন্ট হিসেবে কাজ করেছি প্রথম সারির পত্রিকা দৈনিক ইনকিলাব, যুগান্তর এর মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতে।

আমার উপলব্ধিঃ

এক যুগের বেশি সময় ধরে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মার্কেটিং এ সফলতার জন্য মানুষের মনে ইমপ্যাক্ট ফেলার মত কনটেন্টই হচ্ছে সেলস এর আসল ম্যাজিক। বাংলাদেশে যত ট্রেনিং সেন্টার রয়েছে, সব জায়গাতেই কনটেন্ট ইজ কিং বলা হলেও, এ বিষয়ে তারা কেউ সঠিক গাইড লাইন দিতে পারছেনা। কনটেন্ট কে কিং বললেও কোন কোর্সেই এই কিং নিয়ে ততটা গুরুত্ব দেওয়া হচ্ছেনা, গুরুত্ব দেয়া হচ্ছে ফেসবুক অ্যাডস কে! বিষয়টা কিন্তু আসলেই ভয়াবহ।
CONTENT PEDIA  ইবুকটি আশা করি আপনার কনটেন্ট কে কিং হিসেবে রূপান্তর করতে যথেষ্ট ভূমিকা রাখবে। ডাউনলোড লিংক

বি.দ্রঃ এটা সম্পূর্ণ ফ্রি! ডাউনলোড করেই দেখেন!

আপনার উদ্যোক্তা লাইফকে আরো সহজ করতে ফ্রিতেই ডাউনলোড করে করে নিন এই ইবুক টি